উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ এর ওয়েব সাইট এ আপনাকে স্বাগতম

সম্মানিত ৪ নম্বর সেক্টরবাসী,

সাময়িক বিরতির পর আমাদের কল সেন্টারের ০৯৬৩৯-৭৭৭-২২২ নম্বর সমূহ আবার চালু হয়েছে। ২৪ ঘন্টাই আপনাদের জরুরী প্রয়োজনে সেবা দেবার জন্য এটি চালু রয়েছে। সেই সাথে অভিযোগ বা পরামর্শ লিপিবদ্ধ করার জন্য এই ওয়েব সাইট এর Complaints পাতাটি ব্যবহার করুন।


Major Retd. Anisur Rahman

সম্মানিত ৪ নং সেক্টর বাসী,

আস্সালামু আলাইকুম,

আপনাদের সকলের সমর্থন ও সহযোগীতায় অত্র সেক্টরের খেলার মাঠ ও পার্কের সকল অব্যবস্থাপনা দূর করে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশ ও তার ব্যবহারপযোগীতা নিশ্চিত করা হয়েছে। অচিরেই উক্ত মাঠ ও পার্ক অত্র সেক্টরের অধিবাসীরা যেনো সহজে ব্যবহার করতে পারে সেটি নিশ্চিত করা হবে।

আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে, ৪ নং সেক্টরের অধিবাসীদের সর্বত্তোম সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রথম কল্যান সমিতির নামে ওয়েব সাইট সেবা চালু করা হয়েছে।

এখন থেকে আপনারা এই ওয়েব সাইটের মাধ্যমে আমাদের নিয়মিত কাজের আপডেট পাবেন। সেই সাথে এর মাধ্যমে আপনাদের মূল্যবান পরামর্শ/অভিযোগও পাঠাতে পারবেন ।

এছাড়াও আমরা ২৪ ঘন্টা কল সেন্টার ব্যবস্থা চালু করেছি, যােহাতে আপনারা আপনাদের মূল্যবান সময় বাচিয়ে যে কোন জায়গা থেকে একটি মাত্র ফোন কলের মাধ্যমে মূল্যবান পরামর্শ/অভিযোগ প্রদান সহ এলাকার সার্বিক নিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন।

কল সেন্টার নাম্বারঃ- ০৯৬৩৯ ৭৭৭ ২২২

আবারো সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তরস্থল হতে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পূর্ন প্যানেলে নির্বাচিত করে এলাকার উন্নয়নের কাজে সহযোগিতা প্রদানের জন্য । আগামী দিন গুলোতে আপনাদের মূল্যবান মতামত ও সৰ্মৰ্থন নিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং আন্তরিক ভাবে কাজ করবাে, ইন্শাআল্লাহ।

বিনীত-

মেজর অব: আনিছুর রহমান
সভাপতি
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪


সম্মানিত সেক্টরবাসী,

আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টায় সেক্টরকে আমরা এখনো অনেক বেশি নিরাপদ করতে পারিনি। কিছু কিছু বড়ো ধরণের দুর্ঘটনা/চুরি ইত্যাদি আমাদের সবাইকে অনেক মর্মাহত আর ব্যাথিত করছে। হয়তো ইতিমধ্যেই এ বিষয়ক কিছু কিছু অভিযোগ এই ওয়েব সাইটের অভিযোগের পাতায় দেখে থাকবেন। এ বিষয়ে আমরা আরও কার্যকর ব্যবস্থা নেবার পরিকল্পনা করছি।

ইতিমধ্যে আপনাদের সবাইকে অনুরোধ করছি যে, কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে, দ্বিধা না করে আপনারা দ্রুত ৯৯৯ এ ফোন করে থানায় এবং ০৯৬৩৯ ৭৭৭ ২২২ এ ফোন করে আমাদের কন্ট্রোল রুমে জানাবেন। এতে আমরা অধিকতর কার্যকর ভাবে সহযোগিতা করতে পারবো। বড় অংকের টাকা পয়সা ইত্যাদি পরিবহনের সময় অবশ্যই একাজে একাধিক ব্যক্তি নিয়োজিত রাখবেন।

আসুন চার নম্বর সেক্টরে আমরা সবাই মিলে আরও নিরাপদ আর ভালো থাকতে পরস্পরকে সহযোগিতা করি।

বিনীত ,

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪


A.Z.M. Shamsul Huda

We observed huge excitement and overwhelming participation from our inhabitants and candidates during Sector 4 2017 election. Cooperation are received from everyone. It was indeed amazing.

Election held very peacefully. Votes were counted in front of all parties representative and many cadidated. Everyone expressed their satisfaction in the whole process of voting, computerized counting and as such the result is finally published in front of hundreds of sector 4 inhabitants, police officers presence.

A total number of 555 votes were casted. Only one ballot paper were rejected for counting. Result copies are also published in this website. New EC committee will receive charges from 31st Dec 2017. We look forward to great success of the newly elected representatives.

Best Regards,

Chief Election Commissioner

 

Address:

Road# 6/A, Sector# 4, Uttara,

Dhaka-1230, Bangladesh

Office: +880-9639-777-222

Suggestion/ Complaints:

Name:

Email:

Phone:

Subject:

Comments:


(Please reconfirm submition from your email.)